রাজশাহী জেলা করোনা সতর্কতায় লকডাউন ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১০:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
করোনা সতর্কতায় রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।
দুপুরে রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি জানান, দেশে ধীরে ধীরে করোনা রোগী বাড়ছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে রাজশাহী লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে সভা শেষে ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহী জেলার সঙ্গে অন্য সব জেলার যোগাযোগ বন্ধ করা হয়েছে। তবে খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্যবাহী ট্রাক চলবে। দুই জেলার সীমানায় পুলিশ থাকবে। তারা যানবাহন ও মানুষের চলাচলের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে।