রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
- আপডেট সময় : ০৫:৩৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
- / ১৬৬৯ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস। এর আগে, এলিমিনেটরে রংপুর রাইডার্সকে ৩ উইকেটে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠেছে সিলেট টাইটান্স
মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করলেও চট্টগ্রাম বোলারদের তোপের মুখে দলীয় ৯৮ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রাজশাহী। ওপেনার ফারহান আউট হন ২১ রান করে। এরপর অধিনায়ক নাজমুল-শান্ত ৮ আর মুশফিকুর রহিম সাজঘরে ফেরেন শূন্য রানে। আকবর আলী ৩, জিমি নিশাম ৬ আর রায়ান বার্ল ফেরেন ৩ রান করেই। মাঝে আউট হন দারুণ খেলতে থাকা তানজিদ তামিমও। তার ব্যাট থেকে আসে ৪১ রান। শেষ দিকে সাকলাইনের ৩২ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভার সবকয়টি উইকেট হারিয়ে ১৩৩ রানের লড়াকু পুঁজি পায় নাজমুল-শান্তর দল। চট্টগ্রামের হয়ে দু’টি করে উইকেট নেন শেখ মেহেদী ও আমির জামাল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে চট্টগ্রাম রয়্যালস। উদ্বোধনী জুটিতে করেন ৬৪ রান। সাকলাইনের বলে ৩০ রান করে সাজঘরে ফেরেন নাইম শেখ। দলীয় ৯৮ প্যাভীলিয়নে ফেরেন হাসান নওয়াজ। এরপর ব্যাক্তিগত ৪৫ রানে ফেরেন ওপেনার মির্জা বেগ। শেষ দিকে অধিনায়াক শেখ মেহেদীর ৯ বলে ১৯ রানের অপরাজিত ঝড়ো ব্যাটিংয়ে ৩ বল হাতে রেখে সহজ জয় পায় চট্টগ্রাম রয়্যালস।




















