রাজশাহীর ২৫ মেট্রিক টন আম ইউরোপে রপ্তানী
- আপডেট সময় : ০৩:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৮৯১ বার পড়া হয়েছে
রাজশাহী থেকে টনের টন আম যাচ্ছে বিভিন্ন দেশে। এরইমধ্যে ২৫ মেট্রিক টন আম রপ্তানী করা হয়েছে লন্ডন, সুইডেন, হংকংসহ কয়েক দেশে। প্রতি বছরই বিভিন্ন দেশের বাজার দখল করছে এ অঞ্চলের আম। এবার দাম বেশ চড়া। তাই বাণিজ্যিক চাষীরাও আম বিক্রি করে খুশি।
আম যাবে বিদেশে, তাই এখন গাছ থেকে আম পাড়ায় দারুণ ব্যস্ত সময় পার করছেন সরকারী চাকরি থেকে অবসরে থাকা আনোয়ারুল হক। এবছর তিনি ৬০ বিঘা জমির গাছে রপ্তানীযোগ্য আম উৎপাদন করছেন। কোয়ারিন্টাইনে মানোত্তীর্ণের জন্য চীনা প্রযুক্তিতে তৈরি বিশেষ ব্যাগ দিয়ে আম মুড়িয়ে দেয়া হয়েছে গাছে। এসব ব্যাগের ভেতরেই বেড়ে উঠে আম।
আম চাষীরা বলছেন, প্রতিবছরই রাজশাহী অঞ্চলের সুস্বাদু গোপালভোগ, খিরসাপাত ল্যাংড়া জাতের আমের বাজার বাড়ছে। তবে প্রয়োজন, সরকারি সহায়তা।
কৃষি বিভাগ জানিয়েছে, রপ্তানীযোগ্য আম উৎপাদনের চাষীদের নানা পরামর্শ দিচ্ছে তারা।
রাজশাহী থেকে এবছর একশ’ মেট্রিক টন আম রপ্তানী হবে বলে আশা করছে কৃষি বিভাগ।




















