রাজশাহীর বাগমারা উপজেলায় শেয়ালের কামড়ে ১৮ জন কৃষক আহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর গ্রামে শেয়ালের কামড়ে ১৮ জন কৃষক আহত হয়েছেন।
সকাল সাড়ে ৬টার দিকে বরজে পানপাতা তুলতে যান শ্রমিকরা।
এসময় বরজে থাকা শেয়াল প্রথমে একজনকে কামড়ালে অন্যরা তাকে বাঁচাতে এগিয়ে আসে।
কিন্তু শেয়াল বেপরোয়া হয়ে পরপর ১৮ জনকে কামড় ও আচড়ে দেয়। পরে শেয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে বিক্ষুব্ধ গ্রামবাসী। রাজশাহীর সিভিল সার্জন আবু সাঈদ মোহাম্মদ ফারুক জানান, শেয়ালের কামড়ে আহত ১৮ জনের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চারজনের চিকিৎসা চলছে। তাদের ভ্যাকসিন দেয়া হয়েছে।