রাজশাহীতে সুন্দরবন কুরিয়ারের গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা জব্দ
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৪:৩৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২০
 - / ১৭০৮ বার পড়া হয়েছে
 
রাজশাহীতে সুন্দরবন কুরিয়ারের গাড়ি থেকে ৫২ কেজি গাঁজা জব্দ করা হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে নগরীর বোয়ালিয়া থানার মোড়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিস এর কার্যালয়ে রেব অভিযান চালিয়ে ছয়জনকে হাতেনাতে আটক করে। আটককৃতরা হলেন, পবা উপজেলার দুয়ারীর দুলাল, তানোরের দেউরাতলা এলাকার তোফাজ্জল হোসেন ও বাদশা, ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবার থানার বেলতলি এলাকার মুকতুল হোসেন, কসবা থানার মাদলা এলাকার বাপ্পি ও তানোরের সিধাইড় এলাকার আলী। কাঠের খাটের মধ্যে করে বিশেষ কায়দায় গাঁজাগুলো পাঠান হুমায়ন কবির নামের এক ব্যক্তি। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রের নাম লেখা আছে প্রেরকের স্থলে। রেব রাজশাহী-এর মিডিয়া সেলের অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, ‘কুমিল্লার মেয়রের রেফারেন্স ব্যবহার করেছে মাদক কারবারিরা। তারা এটিকে কৌশল হিসেবে ব্যবহার করতে পারে।
																			
																		














