রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় হানিফ পরিবহনের ড্রাইভার রহিম গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫০:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মার্চ ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
রাজশাহী কাটাখালীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলার একমাত্র আসামী আব্দুর রহিমকে গ্রেফতার করেছে পুলিশ।
দুপুর ২টার দিকে বেলপুকুর থানার মাহিন্দ্র বাইপাস থেকে তাকে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে কাটাখালী থানার এসআই নূর মোহাম্মদ বাদী হয়ে বাস চালক আব্দুর রহিমকে আসামী করে ৩০৪ ধারায় একটি মামলা করেন। এদিকে, হানিফ পরবিহনের ধাক্কায় গ্যাসের সিলিন্ডারের আগুনে অঙ্গার হওয়া নিহত ১৭জনের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয় । পরে ময়না তদন্তের জন্য নেয়া হয়। বাকি কিছু আইনি প্রকৃয়া সম্পন্ন হলে যার যার পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করার কথা রয়েছে। এদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।দাফনের জন্য রংপুর জেলা প্রশাসন আরো ১০ হাজার টাকা করে প্রদান করবে।























