রাজশাহীতে সংক্রমণের ঝুঁকি বাড়লেও করোনা পরীক্ষায় আগ্রহী নন নগরবাসী

- আপডেট সময় : ১২:৪৩:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
রাজশাহীতে সামাজিক সংক্রমণের ঝুঁকি বাড়লেও করোনা পরীক্ষায় আগ্রহী নন নগরবাসী। এ নিয়ে ভয়াবহ উদ্বেগের কথা বলছেন চিকিৎসকরা। তবে এ বিভাগের জেলাগুলো থেকে প্রতিদিনই শতাধিক নমুনা জমা হচ্ছে। সপ্তাহে সাতদিনই পরীক্ষার সরকারি নির্দেশনা থাকলেও জনবল সংকটে রাজশাহী মেডিকেল কলেজের ল্যাব চালু রাখা যাচ্ছে না। এ অবস্থায় আরেকটি ল্যাব দ্রুত চালুর তাগিদ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী সিটি এলাকায় এখনো কোনো করোনা রোগী শনাক্ত হয় নি। কিন্তু স্বস্তিতে নেই চিকিৎসকরা। এই বিভাগে করোনা শনাক্ত সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে ফেরা। তবে নগরীতে পরীক্ষান ১৮জনের নমুনায় পজিটিভি না মিললেও বেশি বেশি পরীক্ষার তাগিদ দিচ্ছেন তারা। নগরবাসীকে আগ্রহী করতে সহযোগিতা চাওয়া হয়েছে সিটি মেয়রেরও।
সরকারী নির্দেশনা থাকলেও জনবল সংকটের কারণে সপ্তাহের সাতদিনই চালু রাখা যাচ্ছে না রামেকের করোনা ল্যাব।
যদিও এই বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিদিনই নমুনা আসছে রাজশাহীর করোনা ল্যাবে। কিন্তু সক্ষমতার অভাবে সব নমুনাই দিনে দিনে পরীক্ষা করা সম্ভব হচ্ছে না ।
শনিবার পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা এসেছে ৯৬৮টি। এরমধ্যে পরীক্ষা সম্পন্ন হয়েছে ৭৩৭টির।