রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর জোর দেয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উদ্যোগে দুপুরে নগরীতে কর্মশালার আয়োজক বিভাগীয় কমিশনারের কার্যালয়। বক্তারা বলেন, আন্তর্জাতিক মাদক কারবারীরা বাংলাদেশকে ঘিরে সক্রিয়। তবে মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সনীতি বাস্তবায়নে সারাদেশে একযোগে উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ অনেকে উপস্থিত ছিলেন।