রাজশাহীতে বিভিন্ন প্রকল্পের কাজে গতি ফেরাতে মাঠ পর্যায়ের সভা অনুষ্ঠিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৩:১১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
বিভিন্ন প্রকল্পের কাজে গতি ফেরাতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের রাজশাহীতে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। করোনায় সময় প্রকল্প বাস্তবায়নে ধীর গতি দেখা যায়। এটাকে সচল করতে মাঠ পর্যায়ের এই সভা।
সকালে আঞ্চলিক লোক প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এ সময় ইএএলজি প্রকল্পে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা পরিষদ আইন ও বিধিমালা মেনে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানানো হয়। এতে রাজশাহীর বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা অংশ নেন। সুইস ডেভলপমেন্ট কো-অপারেশন- এসডিসি, এমবেসি অফ ডেনমার্ক -ড্যানিডা এবং ইউএনডিপির সহায়তায় স্থানীয় সরকার বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করছে।