রাজশাহীতে করোনা রোগীদের ৫টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সেট দিয়েছে আকিজ বেকার্স লিমিটেড

- আপডেট সময় : ০৮:৩৯:১১ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে করোনা সংকট মোকাবেলায় রোগীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বেকম্যানস করোনা ওয়ারিয়র্স। আকিজ বেকার্স লিমিটেডের সদ্য বাজারে আনা ব্র্যান্ড- বেকম্যান্সের ব্যানারে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জীবন রক্ষায় অতি প্রয়োজনীয় ৫টি হাইফ্লো ন্যাজাল ক্যানোলা সেট দিয়েছে।
দুপুরে নগর ভবনে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানীর হাতে এসব চিকিৎসা উপকরণ তুলে দেন- আকিজ ফুড এন্ড বেভারেজের ক্লেমন স্পোর্টসের সিওও- ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনকে করোনা রোগীদের সেবায় একটি অ্যাম্বুলেন্স সহায়তাও দেয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত হটলাইনে ফোন করলেই রামেক হাসপাতালে যাতায়াতের জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্সটি ব্যবহারের সুযোগ পাবেন করোনা সংক্রমিত রোগীরা। অনুষ্ঠানে আকিজ বেকার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।