রাজবাড়ীতে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ৯৮ তম শাখার উদ্বোধন
- আপডেট সময় : ০৭:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ৩০৯৪ বার পড়া হয়েছে
রাজবাড়ীতে দেশের জনপ্রিয় পার্সেল কুরিয়ার সার্ভিস এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের ৯৮ তম শাখার উদ্বোধন করলেন এস এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। চিকিৎসা, শিক্ষা ও মানুষের গুরুত্বপুর্ণ প্রয়োজনীয় সামগ্রী দেশ ও বিদেশে পৌছাতে এই সেবা দিতে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
বিকেলে রাজবাড়ী জেলার প্রেসক্লাবের কাছে পৌর মার্কেটের নিচতলায় এস এ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিসের ৯৮তম শাখা অফিস উদ্বোধন করা হয় । রাজবাড়ী জেলা শাখা অফিসের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় এস এ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান ফরিদপুর, খুলনা, যশোরসহ বিভাগীয় ব্যবস্থাপকরা। শাখার উদ্বোধনের আগে পবিত্র কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এস এ পরিবহনের পরিচালক শামসুল আলম পান্থ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস এ পরিবহনের পরিচালক নুরে আলম রুবেল। অনুষ্ঠানে রাজনৈতিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি সালাউদ্দিন আহমেদ বলেন, দেশের যে কোন সংকমটময় মুহুর্তে এস এ পরিবহন পার্সেল ও কুরিয়ার সার্ভিস জনমানুষের সেবায় আত্মনিয়োগ করে আসছে। আগামীতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। আগামীকাল চুয়াডাঙ্গায় প্রতিষ্ঠানটির ৯৯ তম শাখার উদ্বোধন করার কথা রয়েছে।






















