রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় সংলাপ কাল

- আপডেট সময় : ০৮:৪৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১৬৩০ বার পড়া হয়েছে
জাতীয় ঐকমত্য কমিশন দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছে। আগামীকাল সোমবার (২ জুন) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এই সংলাপ অনুষ্ঠিত হবে।
সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ রবিবার (১ জুন) ঢাকায় আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
তিনি জানান, এই সংলাপে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশনের লক্ষ্য হচ্ছে একটি গ্রহণযোগ্য ও টেকসই রাজনৈতিক সমাধানের পথ খুঁজে বের করা, যেখানে সব পক্ষের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, এর আগে প্রথম দফার সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশগ্রহণ করেন এবং সেখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সূচনা হয়। দ্বিতীয় দফার সংলাপে সেই আলোচনা আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা করছে কমিশন।