রাজধানীর সেনপাড়ায় বাসা-বাড়ি ও দোকানের তালা কাটা চোর চক্রের সদস্য গ্রেফতার
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৯:২৭:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৮৯ বার পড়া হয়েছে
রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া এলাকা থেকে বাসা-বাড়ি ও দোকানের তালা কাটা চোর চক্রের সদস্য আজিজুল হক ফকিরকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ।
বিকেলে, ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার। তিনি বলেন,রাজধানীর কলাবাগান এলাকায় একটি বাসা থেকে ৭২ ভরি স্বর্ন চুরি করে চোর চক্রটি। তাদের কাছ থেকে ১২টি শাড়ি, ১টি লোহার শাবল, ১টি প্লায়ার ও ১টি প্রাইভেট কারসহ বিপুল পরিমান মূল্যবান সামগ্রী উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের মূল হোতা আজিজুল হক জানায়, শহরের বিভিন্ন বাসা বাড়িতে গ্রীল কেটে চুরি করত তারা।

 
																			 
																		















