রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ঝুলছে তালা, সবখানেই সুনসান নীরবতা

- আপডেট সময় : ০৭:৪৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
ঈদের ছুটিতে প্রাণচাঞ্চল্যে ভরা থাকে বিনোদন কেন্দ্র। কিন্তু মহামারির দাপটে পাল্টে গেছে সেই চিরচেনা চেহারা। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে এখন ঝুলছে তালা, সবখানেই সুনসান নীরবতা। তাই উন্মুক্ত বিনোদন কেন্দ্রে ছিলো মানুষের ভিড়। গাছের ছায়ায় বসে শীতল বাতাসে নগরবাসী উপভোগ করেছেন প্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য।
প্রকৃতি যেন সেজেছে আপন রুপে, গাছে-গাছে ফুটেছে রঙ্গিন ফুল, তাইতো তীব্র গরম ও রোদ উপেক্ষা করে পরিবারের ছোট-বড় সবারই পছন্দ হাতিরঝিল, চন্দ্রিমা উদ্যান কিংবা রমনা পার্ক।ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় একটু ঘুরে বেড়ানো যাবে না তাকি হয়? তাইতো প্রকৃতির সাথে মিলেমিশে ঈদ আনন্দ ভাগাভাগি করতেই উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে ছুটে আসা নগরবাসীর।
করোনা সংক্রমণ রোধে রাজধানীর বিনোদনকেন্দ্রগুলো এবারও বন্ধ, তাতেও ভাটা পরেনি ঈদ আনন্দে। শিশু থেকে বৃদ্ধ বাদ যাননি কেউই । পরিবার ও বন্ধুরা মিলে উম্মুক্ত স্থানে ঘুরতে এসেছে অনেকেই।
খোলা আকাশের নিচে উন্মুক্ত স্থানে ঈদ আনন্দ উপভোগ করতে পেরে খুশি পরিবারের ছোট সদস্যরাও।