রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণই নেই

- আপডেট সময় : ০৪:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
- / ১৬৮৮ বার পড়া হয়েছে
রাজধানীর বাজারে পেঁয়াজের দাম কমার কোনো লক্ষণই নেই। বিক্রেতারা বলছেন, নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত চড়া দামই গুণতে হবে ক্রেতাদের। শীতের আগাম সবজি বাজারে দেখা গেলেও দাম একেবারেই নাগালের বাইরে। আর হঠাৎ করেই কাঁচা মরিচ কেজিপ্রতি গুণতে হচ্ছে ৮০ টাকা।
যখন টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে আমদানি করা পেঁয়াজ পচে যাওয়ার খবর আসছে সংবাদ মধ্যমে। ঠিক তখনই ব্যবসায়ীরা বলছেন, নতুন পেঁয়াজ না ওঠা পর্যন্ত কোনোভাবেই কমবে না দাম। এখনও কেজি প্রতি একশোর ঘরেই রয়েছে পেঁয়াজের দাম।
এদিকে, শীতের আগাম সবজি আসতে শুরু করেছে বাজারে। তবে দাম বেশ চড়া। আর হঠাৎ করেই কাঁচা মরিচের দাম উঠেছে কেজি ৮০ টাকা।পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ইলিশ ধরা বন্ধের অজুহাতে দাম নেয়া হচ্ছে বেশি। অন্য মাছও কেজিতে ৬০ থেকে ৭০ টাকা বাড়তি গুণতে হচ্ছে ক্রেতাদের। ব্রয়লান মুরগী ১৪৫ টাকা কেজিতে বিক্রি হলেও গরু ও খাসির মাংস বেধে দেয়া দামেই বিক্রি করছেন ব্যবসায়ীরা।