রাজধানীর গুলশানে এক গৃহকর্মীর আত্নহত্যার অভিযোগ উঠেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১
- / ১৭৪৪ বার পড়া হয়েছে
রাজধানীর গুলশানে এক গৃহকর্মীর আত্নহত্যার অভিযোগ উঠেছে। সকাল আটটার দিকে ১১৭ নাম্বার বাড়ির পাশে সুলতানা নামের এক গৃহকর্মীর লাশ পাড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠিয়ে দেয়।
ওই গৃহকর্মী আরবান লাইট নামের ২৭ নাম্বার বাড়ির ৬ষ্ঠ তলার একটি ফ্লাটে কাজ করতো। ফ্লাটের বাসিন্দারা জানায়, তার বিরুদ্ধে টাকা চুরির অভিযোগ ছিল। সিসি টিভির ফুটেজে দেখা যায় গৃহকর্মী সুলতানা সকাল ৭টা ২৩ মিনিটে ফ্লাট থেকে বের হয়ে ছাদে যায়। ধারণা করা হচ্ছে ছাদ থেকে লাফিয়ে পড়ে সে আত্নহত্যা করেছে। এবিষয়ে জানতে চাইলে পুলিশ জানিয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।























