রাজধানীর গত এক সপ্তাহের চিত্র একেবারেই ভিন্ন

- আপডেট সময় : ০৮:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ক’দিন আগেও মানুষের নির্জনতায় রাজধানীর রাস্তাঘাট ছিল ফাঁকা। কিন্তু গত এক সপ্তাহের চিত্র একেবারেই ভিন্ন। শুধু গণপরিবহন ছাড়া সব ধরণের যানবাহন চলায় ব্যস্ততম সড়কগুলোয় যানজট বেড়েছে। ফুটপাত এবং রাস্তার পাশের দোকানগুলোও সরগরম হয়ে উঠেছে। করোনা সংক্রামনের ঝুকি উপেক্ষা করে রাজধানীর মার্কেট ও শপিংমলগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্যকরা গেছে।
দেশে করোনা সংক্রমনের সংখ্যা প্রতিনিয়ত বাড়লেও মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছেনা। রাজধানীর বিভিন্ন রাস্তায় প্রতিদিন বেরিয়ে আসা মানুষের এই চিত্র দেখলে কে বলবে করোনা সংক্রমণের ঝুঁকি রয়েছে।
সড়কগুলোতে ব্যক্তিগত গাড়ি, সিএনজি অটোরিকশাসহ অন্যান্য যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় বেশিরভাগ সিগনালেই এখন যানজট সৃস্টি হচ্ছে।
অধিকাংশ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীরও তেমন কোন তৎপরতা চোখে পড়েনি।
খুচরা ও পাইকারী বাজারগুলোতেও ভিড় জমাচ্ছে ক্রেতারা। বড় সব শপিং মলগুলোর প্রবেশপথে ডেটল মিশ্রিত পানি দিয়ে স্প্রে করা হলেও ছোট-ক্ষুদ্র দোকান গুলোতে মোটেই সুরক্ষা ব্যবস্থা নেই।
ক্রেতা-বিক্রেতা কেউই মানছেন না সামাজিক দূরত্ব। ফলে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি।
ভিডিও বার্তায় বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন দোকান মালিকদের স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা পরিচালনার অনুরোধ জানান।
এদিকে করোনা ঝুঁকি এড়াতে বসুন্ধরা সিটি শপিং মল, চাঁদনি চক, নিউমার্কেটসহ বড় বড় শপিংমল ও মার্কেট বন্ধ রাখা হয়েছে। ।