রাজধানীতে ১২৪ মেট্রিক টন কোরবানির বর্জ্য অপসারণের দাবি দুই সিটি কর্পোরেশনের

- আপডেট সময় : ০৭:২৯:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুলাই ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
রাজধানীর ১২৯টি ওয়ার্ড থেকে সকাল ১০টা পর্যন্ত ২৮ হাজার ১২৪ মেট্রিক টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। তবে এখনও রাজধানীর বিভিন্ন অলি-গলির যত্রতত্র পড়ে থাকতে দেখা যায় কোরবানির পশুর বর্জ্য। অনেকে পশুর চামড়া বিক্রি করতে না পেরে ফেলে দিয়েছেন রাস্তাঘাট ও নর্দমায়। ফলে বাতাসে ভাসছে রক্ত আর আবর্জনার দূষিত গন্ধ। এই নিয়ে নতুন ভোগান্তীতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
ঢাকার দুই সিটি কর্পোরেশন ২৪ঘন্টার মধ্যে কোরবানির সব বর্জ্য অপসারণের কথা বললেও কোরবানির তৃতীয় দিনেও রাজধানীর বিভিন্ন অলি-গলিতে গরুর চামড়া এবং বর্জ্য যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
সিটি কর্পোরেশনের তথ্যমতে শতভাগ বর্জ্য অপসারণ করা ওয়ার্ডগুলোতে এখনো বর্জ্য দেখা যাচ্ছে। পরিচ্ছন্নতা কর্মী না আসায় গত তিনদিনেও পরিষ্কার করা হয় নি কোরবানির বর্জ্য। অনেক এলাকার বাতাসে ভাসছে রক্ত আর আবর্জনার দূষিত গন্ধ।
মূল্য এবং ক্রেতা না পাওয়ায় নগরীর বিভিন্ন এলাকায় পড়ে থাকতেও দেখা যায় খাসির চামড়া। বর্ষাকাল হওয়ায় কোরবানীর বর্জ্য ভরে নালা গুলো বন্ধ হয়ে গেলে পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যহত হবে বলে জানান নগরবাসী।