রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু ২৫ জুন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ২১৩৬ বার পড়া হয়েছে
রাজধানীতে কোরবানির পশুর হাট শুরু ২৫ জুন। ইতোমধ্যে প্রস্তুত করা হচ্ছে পশুর হাট। চলছে হাসিল ঘর আর প্রধান ফটক নির্মাণের কাজ।
ঢাকা মহানগরে এবার মোট ১৭টি অস্থায়ী এবং ২টি স্থায়ী পশুর হাটের ইজারা চূড়ান্ত করেছে দুই সিটি করপোরেশন। ঢাকা উত্তর সিটি এলাকায় একটি স্থায়ীসহ মোট নয়টি হাট বসবে। আর দক্ষিণ সিটি এলাকায় স্থায়ী একটি হাটসহ হাট বসবে দশটি। নির্ধারিত সময়ের আগে হাট না বসানোসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান দুই সিটি মেয়র। কোরবানির বর্জ্য দ্রুত অপসারণেও দেয়া হয়েছে কঠোর নির্দেশনা। গত বছর গাবতলী ও সারুলিয়া ছাড়াও মোট ২১ স্থানে অস্থায়ী হাট বসেছিল রাজধানীজুড়ে।















