রাঙামাটির বাঘাইছড়িতে গভীর রাতে অস্ত্রের মুখে এক স্কুল শিক্ষকসহ তিন গ্রামবাসীকে অপহরণ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০২:১৭ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২০
- / ১৫৯৫ বার পড়া হয়েছে
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় গভীর রাতে অস্ত্রের মুখে অবসরপ্রাপ্ত এক স্কুল শিক্ষকসহ তিন গ্রামবাসীকে অপহরণ করেছে মুখোশ পরা অস্ত্রধারী সন্ত্রাসীরা।
শুক্রবার দিনগত গভীর রাতে জনপ্রতিনিধিসহ তিনজন গ্রামবাসীকে অপহরণ করে মুখোশ পরা অস্ত্রধারীরা । বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মনজুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনার জন্য পাহাড়ীদের আঞ্চলিক সংগঠন সন্তু লারমা সমর্থিত জেএসএসকে দায়ী করেছে অপহৃতদের স্বজনরা।