রাঙামাটিতে পর্যটকের ঢল

- আপডেট সময় : ০৭:০১:১০ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২
- / ১৬২০ বার পড়া হয়েছে
সাপ্তাহিক ছুটি ও বড় দিনসহ তিন দিনের টানা ছুটিতে রাঙামাটিতে পর্যটকের ঢল নেমেছে। জেলার পর্যটন স্পটগুলো পর্যটকদের পদভারে মূখরিত হয়ে উঠেছে। শীতের আমেজে পাহাড়ি প্রকৃতিতে মুগ্ধ পর্যটকরা। পর্যটক বাড়ায় চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা বাণিজ্য।
পর্যটন মৌসুম শীতের শুরুতে টনা তিন দিনের ছুটি। কর্মব্যস্ত মানুষ ক্লান্তি দূর করতে ছুটে আসছেন হ্রদ পাহাড়ের দেশ রাঙামাটিতে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে আসছেন পর্যটকরা। ভ্রমন পিপাসু মানুষ ছূটে বেড়াচ্ছে রাঙামাটির ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, পলওয়েল পার্ক, আরন্যক রিসোর্ট সহ বিভিন্ন বিনোদন স্পটে। পাশাপাশি কাপ্তাই হ্রদে নৌ ভ্রমনেও মেতে উঠেছে মানুষ।
পর্যটক বাড়ায় চাঙ্গা হয়ে উঠেছে পর্যটন ব্যবসা। তবে পর্যাপ্ত সুযোগ সুবিধা না বাড়ায় হতাশ হয়েছেন বেড়াতে আসা অনেকেই। পর্যটকদের সর্বোচ্চ সেবা নশ্চিত করার কথা জানালেন পর্যটনের এ কর্মকর্তা।
মৌসুম জুড়ে রাঙামাটি জেলা মুখর থাকবে পর্যটকদের আনা গোনায় এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।