রাকসু নির্বাচনে চলছে প্রচার-প্রচারণা

- আপডেট সময় : ০৪:৪২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৫০৮ বার পড়া হয়েছে
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ -রাকসু, হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রচার-প্রচারণা শুরু হয়েছে জোরেশোরে। প্রথম দিনেই ক্যাম্পাসজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তবে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছে প্রতিদ্বন্দ্বি প্রর্থীরা।
রোববার রাতে লটারির মাধ্যমে ব্যালট নম্বর নির্ধারণের পর নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করে। এর পরপরই শুরু হয় নির্বাচনী প্রচারণা।
সোমবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টিকে উপেক্ষা করে প্রার্থীরা ছুটে যান ভোটারদের কাছে। প্রচারণার প্রথম দিনেই ব্যাপক সাড়া পাওয়ার দাবি করেন তারা।
রাকসু নির্বাচনের প্রথম দিনেই আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে ছাত্রদল ও ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়, প্রচার শুরু আগে ছাত্রদল একাডেমিক ভবনে গিয়ে ভোট চেয়েছে এবং শিবির হলে ‘মুড়ি পার্টি’ ও আতর বিতরণ করেছে। তবে দুই সংগঠনের নেতারা অভিযোগ অস্বীকার করে একে অপপ্রচার বলে দাবি করেছেন।
এদিকে, হল সংসদ নির্বাচনে সাতটি হলের ৪২ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এর মধ্যে বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৯ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন। আর রোকেয়া, জুলাই-৩৬ ও রহমতুন্নেসা হলে নির্বাহী সদস্য পদে কেউ মনোনয়নপত্র সংগ্রহ না করায় ৩টি পদ শূন্য থাকবে।
এদিকে, বিশ্ববিদ্যালয় নজরুল ইসলাম মিলনায়তনে এক সেমিনারে উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব সবাইকে আশ্বাস্ত করে বলেন, এ নির্বাচনে কোন কারসাজি হবে না ।
রাকসুর মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। যার মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ ও পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। ভোট গ্রহন আগামী ২৫ সেপ্টেম্বর।