রমজানে নিত্যপণ্যের বাজার তদারকিতে কঠোর থাকবে প্রশাসন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৯:১৫ অপরাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩
- / ১৬৬১ বার পড়া হয়েছে
রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে বাজার তদারকিতে কঠোর অবস্থানে থাকবে বলে হুশিয়ারী দিয়েছেন প্রশাসন।
সকালে চট্টগ্রাম চেম্বারের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এই হুশিয়ারি জানায় প্রশাসন। এসময় ব্যবসায়ীদের পক্ষে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন বাজারের উচ্চমূল্য ও ডলারের দাম বৃদ্ধির কারনে পণ্যের সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। যা সচল রাখতে ব্যবসায়ীরা চেষ্টা করছে প্রতিনিয়ত। তবে কিছু অসাধু আর মৌসুমী ব্যবসায়ীরা এই চেইন বার বার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই রমজানে বাজার মনিটরিং এর নামে প্রকৃত ব্যবসায়ীদের যাতে হয়রানি করা না হয় সেদিকে নজর রাখতে প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। এসময় ব্যবসায়ীদের হয়রানী না করার প্রতিশ্রুতি দেন বিভাগীয় কমিশনার।