রমজানকে সামনে রেখে হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম
- আপডেট সময় : ০৬:৩৯:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ মার্চ ২০২১
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
বগুড়ায় রমজানকে সামনে রেখে হু হু করে বাড়ছে চাল, ডাল, তেল, মুরগিসহ নিত্যপণ্যের দাম। এতে হিমশিম খাচ্ছেন নিম্নআয়ের মানুষ। ক্রেতাদের অভিযোগ, বাজার নিয়ন্ত্রণে রাখার কোনো উদ্যোগ নেই।ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বাড়ছে।
রমজান এলেই নিত্যপণ্যের দাম বাড়ার হিড়িক পড়ে। এবার আগে থেকেই দাম বাড়ছে। ১২০ টাকা লিটারের সরিষার তেল এখন ১৬০, সয়াবিন তেল ৯০ থেকে বেড়ে হয়েছে ১৪০টাকা। সোনালি জাতের মুরগির দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজি দরে। প্রতিকেজি চালের দাম ৫০ টাকার উপরে। একইভাবে বেড়েছে অন্যসব পণ্যের দামও।
করোনার প্রভাবে মানুষের আয় কমেছে। তার উপর নিত্যপণ্যের দাম বাড়ায় হিমশিম খাচ্ছে নিম্নআয়ের মানুষ। দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান, বাজার কর্মকর্তা। রোজার আগেই নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে বগুড়াবাসী।




















