রক্তচাপ ও ডায়বেটিস কিছুটা নিয়ন্ত্রণে এলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে
- আপডেট সময় : ০১:৪৯:৩০ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
রক্তচাপ ও ডায়বেটিস কিছুটা নিয়ন্ত্রণে এলেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন তার স্বজনরা। আর দলের যুগ্ম মহাসচিব ও ব্যক্তিগত আইনজীবী ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন দাবি করেন, করেনার স্বাভাবিক অবস্থায় শর্ত শিথিলে আবেদন করলেও সরকার কোন পদক্ষেপ নেয়নি। খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় সরকারের সদ্বিচ্ছার উপর নির্ভর করছে বলেও মন্তব্য করেন ব্যরিষ্টার খোকন।
দ্বিতীয় ধাপে সেপ্টেম্বরে নির্বাহী আদেশে আরো ৬ মাসের জন্য মুক্তি পেলেও শর্ত শিথিল না হওয়ায় আটকে যায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসায় বিদেশ যাত্রা। বেগম খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম জানান, গুলশানের বাসায় ঘরোয়া পরিবেশে চিকিৎসা নিলেও এখনো তার শারীরিক অবস্থা অপরিবর্তিত ।
এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা তুলে ধরেন বিএপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন।
বিদেশে খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়ে পরিবারের পক্ষ থেকে করা আবেদন সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও মন্তব্য ব্যারিস্টার খোকনের। খালেদা জিয়াকে ছাড়া এদেশের রাজনীতিতে কোন পরিবর্তন আসবে না বলেও মন্তব্য করেন তিনি।


















