রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চীন ফেরত আরও এক শিক্ষার্থীকে ভর্তি

- আপডেট সময় : ১০:৩৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চীন ফেরত আরও এক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।
গেলো রাত সাড়ে ১০টায় শিক্ষার্থী আল আমিন শ্বাসকষ্ট ও বমি অনুভব করায় তাকে মেডিকেলের আইস্যুলেশন ওয়ার্ডের করোনা ইউনিটে ভর্তি হয়। চিকিৎসকরা জানান, রোববার সকাল ৭টায় চীন ফেরত শিক্ষার্থী আল আমিন ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নেমে নিজ বাড়ি লালমনিরহাটের কালীগন্জ উপজেলার চলবালা ইউনিয়নের মদনপুর গ্রামের আসলে রাতে শ্বাসকষ্ট ও বমি শুরু হয়। পরে রাত ১০টায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চীন ফেরত আল আমিন হু ইয়াং বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর আগে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চীন ফেরত আরও এক শিক্ষার্থী তাশদীদ হোসেন রংপুর মেডিকেলে ভর্তি হন।তবে তার শরীরে আপাতত কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা। সে নীলফামারীর ডোমার উপজেলার মির্জাগজ্ঞের মোতালেব হোসেনের ছেলে।