রংপুরে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত ৪০০ মিলি মিটার বৃষ্টির রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
রংপুর মহানগরীতে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত ৪০০ মিলি মিটার বৃষ্টির রেকর্ড হয়েছে। এই ভারী বর্ষণে পুরো শহর জুড়ে জলবদ্ধতা হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
গেল সন্ধ্যা সাতটা থেকে সকাল পর্যন্ত অব্যাহত বর্ষণে নগরীর নিম্নাঞ্চল থেকে শুরু করে পানিতে তলিয়ে যায় অভিজাত এলাকাগুলো। গত ৮০ বছরের মধ্যে এটাই রংপুরে হওয়া বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড। টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে রংপুর নগরীর বেশিরভাগ এলাকা। এতে পানিবন্দি হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। বাড়িঘরে পানি ঢুকে যাওয়ায় দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। আবহাওয়া অফিস জানিয়েছে ১২ ঘন্টায় বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে ৪৩৩ মিলিমিটার।





















