কন্যাসন্তান প্রসব এবং যৌতুক দিতে না পারায় স্ত্রী ও নবজাতকসহ শ্বশুর-শাশুড়িকে গৃহবন্দি করে মারধর

- আপডেট সময় : ০১:৪৬:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ এপ্রিল ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
কক্সবাজারের রামুতে দ্বিতীয়বার কন্যাসন্তান প্রসব এবং যৌতুক দিতে না পারায় স্ত্রী ও নবজাতকসহ শ্বশুর-শাশুড়িকে গৃহবন্দি করে মারধর করেছে এক ব্যক্তি। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। ভুক্তভোগীরা মামলা করতে চাইলে তা নথিভুক্ত করা হবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার ।
রাশেদা বেগম। ৫ বছর আগে রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা আবু তাহেরের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের দেড় বছর পর তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। সাড়ে ৩ বছরের মাথায় গত ১৯ মার্চ জন্ম নেয় আরো এক কন্যা শিশু।
রাশেদা জানায়, দ্বিতীয়বারের মতো কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে তাঁর উপর শুরু হয় নির্যাতন। নির্যাতনের কথা বাইরে যেন প্রকাশ না হয় সে জন্যে তার মা-বাবাকেও বাড়িতে আটকে রাখে শ্বশুরবাড়ির লোকজন।
এক পর্যায়ে পুরো ঘটনা গণমাধ্যমকর্মীদের জানান রাশেদার বাবা-মা। সাংবাদিকদের কাছে তথ্য পেয়ে রাশেদাকে উদ্ধার করে পুলিশ। এ ব্যাপারে রামু থানায় লিখিত এজাহারও দেয়া হয়েছে।
রামু উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, এজাহারের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। চলছে অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টাও।