যে কোন সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিমূলক তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অক্টোবর ২০২১
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যে কোন সাম্প্রদায়িক অপশক্তির উস্কানিমূলক তৎপরতা ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে সরকার। ষড়যন্ত্রমূলক দুরভিসন্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
সকালে রাজধানীর রামকৃষ্ণ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যাদের গাত্রদাহ এই অপকৌশল তাদের। তিনি বলেন, সরকার কোন সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা তুলতে দেবে না। জাতীয় নির্বাচনকে সামনে রেখে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের কয়েকটি জায়গায় হামলা ও ভাংচুর চালিয়েছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের।