বাংলাদেশে কোন উন্নয়নের জন্য এখন টাকার অভাব নেই : এলজিআরডি মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাংলাদেশে কোন উন্নয়নের জন্য এখন টাকার অভাব নেই উল্লেখ করে এলজিআরডি মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, প্রয়োজন শুধু বাস্তবায়নের দক্ষতা, আর সংশ্লিষ্টদের কাজের সমন্বয়।
দুপুরে চট্টগ্রাম ওয়াসার একটি প্রকল্পে উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন তিনি। এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রীর সাথে ছিলেন চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। এর আগে এলক্ষ্য আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক ড. জাগাঙ্গীর আলম। বক্তব্য রাখেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দিন আহমেদ।