যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর অধিনায়ক ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮১তম জন্মদিন আজ।
সকালে খুলনার শঙ্খমার্কেটস্থ দলীয় কার্যালয়ে শহীদ শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। দুপুরে অসহায় দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় মাস্ক পরিধান করে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে সকল নেতা কর্মিরা অংশ গ্রহন করেন। প্রধান অতিথির তার বক্তব্য বলেন, বঙ্গবন্ধুর ৬ দফা বাস্তবায়নে জোরালো ভূমিকা পালন করেন শেখ মনি। বঙ্গবন্ধুর অবর্তমানে ১৯৬৬ সালের ৭ জুন ৬ দফার পক্ষে সারাদেশ ব্যাপী হরতাল সফল করে তোলার ভুমিকায় ছিলেন শেখ মনি। দীর্ঘ কারাবাস শেষে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান সফল হওয়ার পর তিনি মুক্তি পান।



















