যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক ৪১ আসামী এখনো দেশে ঘুরে বেড়াচ্ছে: সানাউল হক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ডিসেম্বর ২০২১
- / ১৬৬৫ বার পড়া হয়েছে
যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক ৪১ আসামী এখনো দেশে ঘুরে বেড়াচ্ছে বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার প্রধান সমন্বয়কারী সানাউল হক।
তিনি বলেন, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ১৪৯জন আসামী পলাতক রয়েছে। এর মধ্যে মৃত্যুদন্ড প্রাপ্ত ১০আসামী অবস্থান করছে দেশের বাইরে। সকালে সংস্থার ধানমন্ডি কার্যালয়ে ৮১তম তদন্ত প্রতিবেদন জমা দেয়ার সময় এসব কথা বলেন তিনি। তদন্ত প্রতিবেদনে সানাউল হক বলেন, লালমনিরহাটের হাতীবান্ধা থানায় মুক্তিযুদ্ধের পক্ষে থাকায় নিরীহ মানুষের উপরে হামলা চালায় জামায়াতের সঙ্গে যুক্ত চার যুদ্ধাপরাধী। তাদের সবাই এখনো পলাতক।

















