যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২
- / ১৬৭৩ বার পড়া হয়েছে
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরও একজন।
বৃহস্পতিবার মেরিল্যান্ডের উত্তরাঞ্চলে এক কারখানায় এক বন্দুকধারী তার সহকর্মীদের ওপর গুলিবর্ষণ করলে এই হতাহতের ঘটনা ঘটে। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ। অবশ্য এর আগে পুলিশের সঙ্গেও বন্দুকযুদ্ধে লিপ্ত হয় ওই ব্যক্তি।
ঘটনার পর এক সংবাদ সম্মেলনে ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেনডোর জানান, ওই বন্দুকধারীর বয়স ২৩ বছর। গুলি চালানোর পর গাড়িতে করে পালানোর সময় মেরিল্যান্ড অঙ্গরাজ্যের এক নিরাপত্তা কর্মীর সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয় সে। পরে তাকে হেফাজতে নেয়া হয়।