যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাককে প্রধানমন্ত্রীর অভিনন্দন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক চিঠিতে তিনি ঋষি সুনাকের সুস্বাস্থ্য, সাফল্য এবং তার উচ্চ দায়িত্বে যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন।
তিনি বলেন, ‘ব্রিটিশ জনগণের সেবা এবং বিশ্বব্যাপী শান্তি প্রচারে আপনার দূরদর্শী নেতৃত্ব আপনার শ্রেষ্ঠত্বকে প্রমাণ করবে।’ প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত অংশীদারিত্বকে আরও শক্তিশালী করতে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বাংলাদেশ।’ আরেক বার্তায় ইতালির প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ায় কট্টর ডানপন্থি নেতা জর্জিয়া মেলোনিকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।