যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় মহাসড়কে ধীরগতি

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ ও গাজীপুরের চন্দ্রায় দেখা গেছে ঈদে ঘরমুখী মানুষের ভীড়। যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যান চলছে ধীরগতিতে।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে দিনে ফেরি চলাচল বন্ধ রয়েছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুরপাল্লার গণপরিবহনসহ বিভিন্ন যানবাহন চলছে ধীর গতিতে। ঈদ করতে বঙ্গবন্ধু সেতু পার হয়ে দুরপাল্লার বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার, মোটরসাইকেল ও ট্রাকে গাদাগাদি করে বাড়ী ফিরছেন যাত্রীরা। দিচ্ছেন কয়েকগুণ বাড়তি ভাড়া।
এদিকে, গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ঈদে ঘরমুখী মানুষের ভিড়। চন্দ্রার মোড়ে বিভিন্ন স্থান থেকে লোকজন এসে জড়ো হচ্ছেন। কেউই মানছেন না স্বাস্থ্যবিধি। চন্দ্রা থেকে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন সবাই।