যশোর রাজারহাটে প্রচুর চামড়া আমদানি হলেও বেচাকেনা কম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ জুলাই ২০২২
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
ঈদ শেষে যশোর রাজারহাটে প্রচুর চামড়া আমদানি হলেও বেচাকেনা কম।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বৃহত্তম এই হাটে যশোরসহ খুলনার বিভাগের ১০ জেলার বড় বড় ব্যবসায়ীরা চামড়া বেচাকেনা করতে আসে। ক্ষুদ্র ব্যবসায়ীরা জানান, ন্যায্যমূল্য পাচ্ছেন না তারা। ফলে এবার লোকসান গুনতে হবে। অবশ্য ট্যানারি প্রতিনিধি ও পাইকারদের দাবি, সরকারের বেধে দেয়া দামেই চামড়া কিনছেন তারা। চামড়াখাতকে রক্ষায় প্রক্রিয়াজাত ও রফতানির দ্বার খুলতে হবে। বকেয়া পরিশোধে ব্যর্থ ট্যানারি মালিকদের কালো তালিকা করে আইনি ব্যবস্থা নেয়ারও দাবি জানান ব্যবসায়ীরা।