যশোরে ৮০ ও গাইবান্ধায় ২১ বস্তা সরকারি চালসহ দু’জন আটক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
যশোরে ৮০ ও গাইবান্ধায় ২১ বস্তা সরকারি চালসহ দুইজনকে আটক করা হয়েছে।
যশোর সদর উপজেলার শানতলা এলাকার একটি গুদাম থেকে ৮০ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম। এসময় দুই কালোবাজারিকেও আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে চালসহ তাদেরকে আটক করা হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে। উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের ফুলপুকুরিয়া বাজার গো-খামারের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চালের বস্তাগুলো উদ্ধার করে পুলিশ।