যশোরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ১৯৫৩ বার পড়া হয়েছে
যশোরের অভয়নগরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
ভোর ৪টার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, অভয়নগর উপজেলার প্রেমবাগের পাশেই সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের গাইদগাছি গ্রাম। কয়েকজন লোক ভোরে ওই গ্রামের খোরশেদ আলমের বাড়ি থেকে তিনটি গরু চুরি করে পিকআপে তোলে। এসময় প্রতিবেশীরা টের পেয়ে চিৎকার শুরু করেন। মসজিদের মাইকেও গরু চোর ধরতে স্থানীয়দের সহায়তা চাওয়া হয়। এরপর গাইদগাছির লোকজন তাদের ধাওয়া করে ধরে ফেলে। পরে প্রেমবাগ রেলক্রসিংয়ের পাশে স্কুল মাঠে নিয়ে পিটুনি দেয়। এতে সেখানেই দু’জনের মৃত্যু হয়। পরে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মারা যায় আরেকজন। এদিকে, চুরির কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। তিনটি গরুও উদ্ধার করেছে পুলিশ।























