যশোরের শার্শা ও সাতক্ষীরায় ফেনসিডিল জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৮২৬ বার পড়া হয়েছে
যশোরের শার্শা সীমান্তে ফেনসিডিল জব্দ করেছে বিজিবি সদস্যরা।
ভোরে শার্শার শিকারপুর সীমান্তের নারকেলবাড়িয়া গ্রামের একটি বেড়িবাঁধ এলাকা থেকে ১ হাজার ১৫ বোতল ফেনসিডিল এবং রঘুনাথপুর সীমান্ত থেকে ১৮৯ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী শাহীন হোসেনকে আটক করে বিজিবি। পরে মাদক পাচার আইনে মামলা দিয়ে এগুলো শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে, সাতক্ষীরায় লুকিয়ে রাখা ৪২ বোতল ফেনসিডিলসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে ডিবি পুলিশের সোর্স পরিচয়দানকারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে। ভোর রাতে সাতক্ষীরা-বৈকারী সড়কের শিকড়ী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
















