যশোরের চৌগাছায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৭:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৬০৭ বার পড়া হয়েছে
যশোরের চৌগাছায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে।
চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে জানতে পেরে শনিবার গভীর রাতে মাকাপুর গাবতলা মাঠে পুলিশ অবস্থান নেয়। ভোররাতে মাদক ব্যবসায়ীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পুলিশের গুলির মুখে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এ সময় সেখানে মাদক ব্যবসায়ী জহুরুলের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে মরদেহটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় । নিহত জহুরুলের বিরুদ্ধে যশোর ও ঝিনাইদহ জেলার বিভিন্ন থানায় অন্তত ১০ টি মাদকের মামলা রয়েছে বলেও দাবি করেছে পুলিশ।