যশোরের কৃষিতে লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া

- আপডেট সময় : ০৯:০৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
যশোরের কৃষিতে লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। উন্নত প্রযুক্তির ব্যবহারে উৎসাহ দিতে মাঠ পর্যায়ে বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে কৃষি বিভাগ। সর্বস্তরের কৃষিতে যান্ত্রিকীকরণের প্রসারে প্রান্তিক চাষীদের ভাগ্যোন্নয়ন ঘটতে শুরু করেছে।
যশোরে আধুনিক যন্ত্রের ব্যবহারে কৃষি ব্যবস্থার চিত্র বদলে গেছে। জেলায় জমি চাষ, বীজতলা তৈরি থেকে শুরু করে ধান কাটা, মাড়াই, বস্তাবন্দীসহ প্রতিটি স্তরে যুক্ত হচ্ছে আধুনিক প্রযুক্তি। এতে কৃষকের খরচ ও সময় কম লাগার পাশাপাশি, বাড়ছে আবাদের সংখ্যা। কৃষিতে আধুনিক যন্ত্রের ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।
আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসল উৎপাদন করায় বেশ খুশি কৃষক। যন্ত্রের ব্যবহার বাড়াতে সরকার প্রণোদনা দেওয়ার পাশাপাশি নানা উদ্যোগ নিয়েছে বলে জানান, কৃষি কর্মকর্তা। কৃষককে উদ্বুদ্ধ করতে মাঠ দিবসসহ নানা উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।