ময়মনসিংহ রেল স্টেশনকে আইকনিক হিসেবে পুনঃনির্মাণ করা হবে : রেলমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩৬:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১
- / ১৬০৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহ রেল স্টেশনকে ভবিষ্যতে একটি আইকনিক স্টেশন হিসেবে পুনঃনির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
দুপুরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে প্লাটফর্ম উঁচুকরণ, এক্সেস কন্ট্রোল নির্মাণ এবং স্টেশন সংস্কার কাজের উদ্বোধনী মতবিনিময় সভায় এ ঘোষণা দেন তিনি। এছাড়া ময়মনসিংহ অঞ্চলে অন্যান্য স্টেশনের আধুনিকায়ন, কৃষি বিশ্ববিদ্যালয় স্টেশন চালুকরণসহ বন্ধ স্টেশন চালু, জয়দেবপুর থেকে জামালপুর পর্যন্ত ডাবল লাইন নির্মাণ এবং ময়মনসিংহের সাথে ঢাকা ও চট্টগ্রামের নতুন ট্রেন চালু করার প্রতিশ্রুতিও দেন মন্ত্রী।