ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৯:০১ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ময়মনসিংহ বিভাগের ৪ জেলায় গণপরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন জেলা মোটর মালিক সমিতি। মন্ত্রণালয়ের আশ্বাসের পর কর্মসূচি বাতিলের ঘোষণা দেয়া হয়।
যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নতির দাবিতে ঢাকাগামী সব গণপরিবহণ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেয় ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত বেহাল দশায় গণপরিবহন চালাতে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ তাদের। এর আগে গেলো ২ জানুয়ারি ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ১৫ দিনের আলটিমেটাম দিয়ে এই রুটের গাজীপুরের সালনা থেকে টঙ্গী পর্যন্ত খানাখন্দে ভরা মহাসড়কটি যানবাহন চলাচলের উপযোগী করার যৌথভাবে দাবি জানায় পরিবহণ ও চেম্বার নেতারা।