ময়মনসিংহে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণ : প্রধান আসামি কলাবাগান থেকে গ্রেফতার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
 - / ১৭৪৯ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহের গৌরীপুরে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় প্রধান আসামি আল-আমিনকে রাজধানীর কলাবাগান থেকে গ্রেফতার করেছে সিআইডি।
সকালে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর এ তথ্য জানান। তিনি জানান, আল-আমিন ময়মনসিংহের ডৌহাখলা ইউনিয়নের চর শ্রীরামপুরে স্ত্রী-সন্তান নিয়ে প্রায় নয় বছর ধরে বসবাস করছিলেন। তিনি লরিচালক হিসেবে কাজ করতেন। স্ত্রীর অনুপস্থিতিতে প্রতিবেশী ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে সে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ধর্ষণের দায় স্বীকার করেছেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
																			
																		














