ময়মনসিংহে মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ১৭০৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ভালুকায় ছাটাইয়ের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয় কটন গার্মেন্টসের শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, সকালে কারখানার গেইটে গেলে কর্তপক্ষ তাদেরকে কাজে যোগ দিতে দেয়নি। বিনা নোটিশে সরকারি নিয়ম না মেনে তাদেরকে চাকরি থেকে ছাটাই করার পায়তারা করছে কারখানা কর্তৃপক্ষ। ময়মনসিংহ শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, কটন গার্মেন্টস কর্তৃপক্ষ সকালে কিছু শ্রমিকদেরকে কাজে যোগ দিতে না দেয়ায় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে শ্রমিকদেরকে বুঝিয়ে মহাসড়ক থেকে অবরোধ তুলে দেয়।



























