ময়মনসিংহে ওমিক্রন প্রতিরোধে মাস্ক ক্যাম্পেইন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৮:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
- / ১৬১৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহে করোনার নতুন ধরণ ওমিক্রন প্রতিরোধে মাস্ক ক্যাম্পেইন করেছে পুলিশ।
সকালে নগরীর পাটগুদাম সেতুর মোড়ে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বি মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা। এসময় পথচারী, যাত্রী ও চালকদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি ওমিক্রন মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।
ধামরাইয়ে প্রশিকার উদ্দ্যোগে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বিকেলে সূতিপাড়া ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য বেনজির আহমদ। পরে, দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।















