ময়মনসিংহে এক এবতেদায়ী মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০১:০৮:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে আনিসুর রহমান নামে এক এবতেদায়ী মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গেলো রাতে আনিসুর রহমান বাইসাইকেলে করে গ্যাস সিলিন্ডার নিয়ে বাড়ি ফেরার পথে গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনার কেন্দুয়ায় ছুরিকাঘাতে আবু সাদেক নামে এক কৃষক নিহত হয়েছেন। সোমবার রাতে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কবিচন্দ্রপুর গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় পিন্টু নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
এদিকে, চাঁদপুরের মতলব উত্তরে মেঘনা নদীতে নৌপুলিশের সঙ্গে ‘সংঘর্ষে’ এক জেলে নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে মোহনপুর এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় দুই জেলেকে আটক করার পাশা-পাশি ২৫ কেজি জাটকা, দুই হাজার মিটার জাল ও ইঞ্জিনচালিত মাছ ধরার একটি নৌকা জব্দ করা হয়েছে।















