ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জেএমবি’র সদস্যকে গ্রেফতার
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ১২:৪৬:৪০ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
 - / ১৬০০ বার পড়া হয়েছে
 
ময়মনসিংহের মুক্তাগাছা থেকে জেএমবি’র সদস্যকে গ্রেফতার করেছে রেব। কুষ্টিয়ায় রেব-১২ অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী আটক।
রেব- ১৪ কার্যালয়ের সিনিয়র সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ জানান, বিভিন্ন উগ্রবাদী বক্তার বয়ান শুনে ওই ব্যক্তি উগ্রবাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে জেএমবি’র সমর্থক হয়ে সক্রিয় সদস্য হয়ে উঠে তৌহিদুল ইসলাম । তার কাছে থেকে উগ্রবাদী বই, লিফলেট ও মোবাইল উদ্ধার করা হয়।
কুষ্টিয়ায় ইমরান শেখ ইমন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে রেব-১২। আটককৃত ইমরানের অফিস থেকে একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টা ম্যাগজিন ও ৪২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
																			
																		















