ময়মনসিংহের ত্রিশালে এমপি ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৯:১৭:২২ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে এমপি আলহাজ হাফেজ রুহুল আমিন মাদানী ও তার ছেলের বিরুদ্ধে মিথ্যা তথ্যে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।
সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমপি পুত্র হাসান মাহমুদ জানান, সাম্প্রতিককালে একটি কুচক্রি ও স্বার্থান্বেষী মহল ব্যক্তি স্বার্থ ও রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে তাকে, তার পিতা আলহাজ হাফেজ রুহুল আমীন মাদানী এমপিকে এবং তার পরিবারের অপরাপর সদস্যদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, কুরুচিপূর্ণ ও মানহানীকর তথ্য প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেন। সম্প্রতি পুলিশ কনস্টেবল পদে চাকুরীর জন্য দরিদ্র কৃষক আবুল কালাম শেখের ছেলেকে এমপি ও তার ছেলে হাসানকে দিয়ে চাকরী পাইয়ে দেওয়ার কথা বলে ১৪ লক্ষ টাকা নেন তাদের অনুসারী তোফাজ্জল হোসেন। যার অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা যুগ্ম-আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।