মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ৩০ লাখেরও বেশি টাকার মাছ নিধন করেছে দূর্বৃত্তরা

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৬৭১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার তালা উপজেলায় নলতা বিলের একটি ৯০ বিঘার মৎস্য ঘেরে দূর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ৩০ লাখেরও বেশি টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে।
বিষ প্রয়োগের ফলে মঙ্গলবার সকালে মৎস্য ঘেরে বাগদা, রুই, কাতলা, সিলবার, জাপানী গিলাসকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠছে। উপজেলা আওয়ামী লীগ নেতা জি এম গোলাম রসুলের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর শুনে উপজেলা পরিষদ চেয়ারম্যান, তালা থানা ওসি ও মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘের মালিক জি এম গোলাম রসুল জানান, কর্মচারীরা ঈদের ছুটিতে থাকায় তিনি পাশ্ববর্তী আরেকটি ঘেরে ছিলেন। সোমবার রাত সাড়ে তিনটার পরে ঘেরে বিষ দেওয়া হয়েছে । পরে সকালে মরা মাছ ভাসে ওঠে। এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার মাছ মারা গেছে।